রবিবার, ৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

চীন যাচ্ছেন ট্রাম্প

চীন যাচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরে চীন সফরে যাচ্ছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে স্বাগত জানান  প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প চীন সফরে আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। পরে আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেন দুই  নেতা। দুই দেশের ফার্স্ট লেডিরাও এ ডিনারে যোগ দেন। শি জিনপিং-এর সঙ্গে নিজের সম্পর্ককে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। টিলারসন বলেছেন, ২০১৭ সালেই চীনে রাষ্ট্রীয় সফরে যাবেন ট্রাম্প। তবে এর বেশি কোনও তথ্য তিনি জানাননি। তিনি আরও বলেন, ‘দু’নেতার মধ্যকার সম্পর্ক খুবই ইতিবাচক ছিল। এবারের সাক্ষাৎ এবং এর ফলাফল নিয়ে আমরা খুব ভালো কিছু আশা করছি।’ যুক্তরাষ্ট্রে জিনপিংয়ের এবারের সফরটি কূটনৈতিক কারণে খুবই গুরুত্বপূর্ণ। ট্রাম্প ও জিনপিং আলোচনার মধ্য দিয়ে নতুন পদ্ধতিতে চীন-মার্কিন  বৈঠক পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, নির্বাচনী প্রচারণা এবং শপথ গ্রহণের পর বিভিন্ন সময়ে ট্রাম্প চীনবিরোধী বক্তব্য দিয়েছেন। গত বছর ট্রাম্প চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বৈষম্য নিয়ে মন্তব্য করেন, ‘যুক্তরাষ্ট্রকে ধর্ষণ করছে চীন’। নির্বাচনে প্রচারণার সময় তিনি আরও বলেন, চীনের সঙ্গে মার্কিন বড় বাণিজ্য ঘাটতি এবং কাজের ক্ষতি আর সহ্য করা হবে না। দক্ষিণ চীন সাগরের কর্তৃত্ব নিয়ে সেখানে সামরিক অভিযান চালানোর কথাও বলেছিলেন ট্রাম্প।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর