রবিবার, ৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

স্টকহোমে হামলাকারী উজবেক নাগরিক

সুইডেনের রাজধানী স্টকহোমে শুক্রবার ভিড়ের মধ্য দিয়ে ট্রাক চালিয়ে দেওয়ার ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তিটি উজবেকিস্তানের নাগরিক। দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তিনি পূর্বপরিচিতও ছিলেন। সুইডিশ প্রসিকিউটর গতকাল এ কথা জানিয়েছেন। সেই সঙ্গে হামলায় ব্যবহূত ট্রাকটি থেকে পাওয়া বস্তুটি বোমা কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলে দেশটির পুলিশপ্রধান গতকাল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। হামলার সঙ্গে জড়িত সন্দেহে উজবেক ওই নাগরিককে (৩৯) গতকাল দিনের শুরুতেই স্টকহোমের উত্তরের মারস্তা শহর থেকে গ্রেফতার করা হয়। গত বছর গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে তার নাম অন্তর্ভুক্ত ছিল বলে দেশটির গোয়েন্দা সার্ভিসের প্রধান অ্যান্ডার্স থর্নবার্গ জানিয়েছেন। স্টকহোমে শুক্রবারের হামলায় কমপক্ষে চার ব্যক্তি নিহত হন। আহত হন আরও অন্তত ১৫ জন। এর মধ্যে ১০ জন (নয়জন প্রাপ্তবয়স্ক ও একজন শিশু) বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সিএনএন

সর্বশেষ খবর