সোমবার, ১০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

নাম-ঠিকানা পেল সেই ‘মোগলি’ শিশু

নাম-ঠিকানা পেল সেই ‘মোগলি’ শিশু

শুরুতে মোগলি নামে পরিচিতি পেয়েছিল সে। মোগলির মতোই আচরণ আর কাজকর্ম করত। থাকত গহিন বনের মধ্যে, একদল বানরের সঙ্গে। তবে এখন নতুন নাম পেয়েছে। সেসঙ্গে  পেয়েছে নতুন ঠিকানাও। বনের বদলে এখন ঠাঁই হয়েছে শিশু আশ্রয় কেন্দ্রে। ভারতের মধ্য প্রদেশের এক জঙ্গল থেকে উদ্ধার বানর কন্যার কথা বলছি। গত জানুয়ারিতে কাঠুরিয়াদের কাছ থেকে খবর পেয়ে মধ্যপ্রদেশের একটি বন থেকে তাকে উদ্ধার করে পুলিশ। মারাত্মক আহত, নগ্ন ও রুগ্ন অবস্থায় শুরুতে তাকে রাখা হয় উত্তরপ্রদেশের বাহরইচ হাসপাতালে। সেখানে একদম বানরের মতোই আচরণ করত সে। হাত ও পায়ের উপর ভর দিয়ে দৌড়াতো, মেঝেতে মুখ লাগিয়ে খাবার খেত। মানুষ দেখলেই ভয় পেত, বানরের মতো চিৎকার করত। গত তিন মাস চিকিৎসার পর  সে এখন হাঁটতে শিখেছে এবং খাবারও খায় হাত দিয়ে। মানুষের কথা বুঝতে পারে, আর বলতে পারে অল্প অল্প। হাসপাতাল থেকে স্থানান্তরের পরে এখন তার ঠাঁই হয়েছে লক্ষ্নৌর একটি শিশু আশ্রয় কেন্দ্রে। নির্বান নামের একটি বেসরকারি সংস্থা কেন্দ্রটি পরিচালনা করে। কেন্দ্রের কর্মীরাই তার নাম দিয়েছে ‘এহসাস’। বাংলা করলে যার অর্থ দাঁড়ায় অনুভূতি। যদিও এর আগে ‘মোগলি’, ‘বন দুর্গা’, ‘পূজা’, ‘জঙ্গল গার্ল’ নানান নামে তাকে ডাকা হতো।  নির্বানের প্রেসিডেন্ট সুরেশ ধাপোলা বলেন, ‘আমরা তার নাম ও ধর্ম জানিনা। তাই এমন একটি নাম দেওয়া হয়েছে, যেটা বিশেষ কোনো ধর্মকে প্রতিনিধিত্ব করে না। আর ছোট্ট এ নামটি সবাই সহজেই ডাকতে পারবেন।’ তিনি আরও জানান, মেয়েটিকে নিয়মিত ডাক্তার দেখানো হচ্ছে। দ্য টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ খবর