সোমবার, ১০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মসুলে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলিয়ে রাখা হয়েছে লাশ

আইএসের ভয়াহতা থেকে পালাতে গিয়ে প্রাণ দিচ্ছে সাধারণ মানুষ

ইরাকের আইএস নিয়ন্ত্রিত মসুলে অভিযান শক্তিশালী করেছে সরকারি বাহিনী। এ অবস্থায় আরও নৃশংস হয়েছে জঙ্গি সংগঠনটি। তাদের (আইএস) এই ভয়াহতা থেকে পালাতে গিয়ে অকাতরে প্রাণ দিচ্ছে সাধারণ মানুষ। তাদের হত্যা করে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলিয়ে রাখছে জঙ্গিরা। এর মধ্য দিয়ে অন্যদের ভীতসন্ত্রন্ত করার চেষ্টা করছে আইএস, যাতে তারা পালিয়ে না যায়। মসুলের এক ব্যক্তি গণমাধ্যমকে জানান, তিন ব্যক্তিকে সঙ্গে নিয়ে মসুলের তেনেক থেকে পালানোর চেষ্টা করেছিলেন তার এক আত্মীয়। তাদের হত্যা করেছে আইএস। তারপর মৃতদেহ প্রকাশ্য রাস্তায় ঝুলিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, দেহগুলো এতটাই বীভৎস হয়ে গেছে যে, ‘আমরা তা নামাতে পারি নি’। সেগুলো সেভাবেই আছে। এর আগে গুপ্তচরবৃত্তি, স্বপক্ষত্যাগীদের শাস্তি দেওয়ার জন্য এমন প্রক্রিয়া অবলম্বন করা হতো। সেখানে ক্রুশে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর একটি সাধারণ নিয়মে পরিণত হয়েছে।

ওল্ড সিটি হিসেবে পরিচিত মসুলের শাহওয়ানের এক বাসিন্দা বলেছেন, একটি পরিবারের ৬ সদস্যকে হত্যা করেছে জঙ্গিরা।

এর মধ্যে রয়েছেন প্রবীণ এক নারী। তিনি নিজেও একই পরিণতির হাত থেকে সামান্যের জন্য রক্ষা পেয়েছেন। ফারুক এলাকার এক অধিবাসী বলেছেন, তার এলাকার ৪০ জনেরও বেশি মানুষ পালানোর চেষ্টা করেছিলেন। তাদের হত্যা করেছে জঙ্গিরা।

সর্বশেষ খবর