সোমবার, ১০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

কানাডায় ১৪ হাজার বছর আগের গ্রাম আবিষ্কার

কানাডায় আবিষ্কার করা হয়েছে ১৪ হাজার বছর আগের একটি গ্রাম। উত্তর আমেরিকায় আবিষ্কার হওয়া সবচেয়ে পুরনো বসতিগুলোর মধ্যে এটি অন্যতম। কানাডার প্রত্যন্ত এক দ্বীপে প্রত্নতত্ত্ববিদরা খনন করে এ গ্রামটি আবিষ্কার করেন। দ্বীপটির নাম ত্রিকুয়েট আইল্যান্ড। কানাডার ভিক্টোরিয়া থেকে ৫০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এর অবস্থান। ধারণা করা হচ্ছে সেখানে যে গ্রামটি আবিষ্কার করা হয়েছে তার বয়স মিসরের ঐতিহাসিক পিরামিডের চেয়েও বেশি। সেখানে এখন পর্যন্ত আবিষ্কার করা হয়েছে আগুন জ্বালানোর যন্ত্রপাতি, মাছ ধরা বড়শি, টুকিটাকি জিনিসপত্র। এ সবই বরফযুগের সাক্ষ্য দেয়। উত্তর আমেরিকায় কিভাবে সভ্যতার সূচনা হয়েছিল তা এতে ফুটে ওঠে।  এএফপি

সর্বশেষ খবর