সোমবার, ১০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

উপনির্বাচনে রণক্ষেত্র কাশ্মীর, নিহত ৬

কলকাতা প্রতিনিধি

উপনির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ল ভারতের জম্মু-কাশ্মীরে। পুলিশের গুলিতে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল শ্রীনগর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের পাশাপাশি ভারতের আরও আটটি রাজ্যে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়। এর মধ্যে অন্যতম ছিল শ্রীনগর কেন্দ্রটি। শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে ভোট করার জন্য প্রায় ৪০ হাজার নিরাপত্তা কর্মীকে মোতায়েন করা হয়েছিল, গুজব ঠেকাতে বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট পরিসেবাও। প্রতিটি বুথই স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর হিসাবে ঘোষণাও দেওয়া হয়েছিল। কিন্তু তার সত্ত্বেও সহিংসতা আটকানো যায়নি। ভোট বয়কটের ডাক দেওয়া বিচ্ছিন্নতাবাদীরা বুথে ঢুকে হামলা চালায়। এ সময় তারা ইভিএম মেশিন ভাঙচুর করে। বাসে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েক রাউন্ড গুলি চালাল নিরাপত্তা বাহিনী। আর তাতে ৬ জন নিহত হয়।  গতকাল সকালে শ্রীনগর লোকসভার অধীন বুদগ্রাম জেলার একাধিক জায়গায় নির্বাচন বানচাল করার চেষ্টা করে একদল বিক্ষোভকারী।

সর্বশেষ খবর