সোমবার, ১০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
সিরিয়া ইস্যু

রুশ-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

রুশ-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে রুশ-মার্কিন সম্পর্কে তিক্ততা দেখা দিয়েছে। বাতিল হয়েছে দুদেশের মধ্যকার আকাশ নিরাপত্তা চুক্তি। দোষারোপ-পাল্টা দোষারোপের মধ্যে পরিস্থিতি অনেকটা যুদ্ধাবস্থার রূপ নিয়েছে। এর মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ফোনে কথা হয়েছে। রুশ পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়, শনিবার ফোনে কথা বলেছেন রেক্স টিলারসন ও লাভরভ। এ সময় লাভরভ মার্কিন প্রশাসনকে বলেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইরত একটি দেশের ওপর হামলা চালালে তা জঙ্গি-সন্ত্রাসীদের হাতকে শক্তিশালী করে। এ রকম হামলা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি।’ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে দেশটির ইদলিবের খান শেইখুনে নিষিদ্ধ ও বিষাক্ত রাসায়নিক অস্ত্র ব্যবহার করে বেসামরিক মানুষ হত্যা করার অভিযোগ উঠেছে। উল্লেখ্য, সিরিয়া ইস্যুতে দেশ দুটির মধ্যে বিদ্যমান উত্তেজনার মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসন আজ রাশিয়া সফরে যাচ্ছেন। এ সফরে সিরিয়াসহ বিভিন্ন ইস্যুতে দুজনের মধ্যে      বিস্তারিত আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।   এএফপি।

সর্বশেষ খবর