মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আইএসের হাতে রক্তাক্ত মিসরে জরুরি অবস্থা

আত্মঘাতী হামলায় নিহত ৪৪

মিসরে কপটিক খ্রিস্টানদের দুটি গির্জায় আইএসের আত্মঘাতী হামলার পরিপ্রেক্ষিতে দেশটিতে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। হামলার বিষয় নিয়ে আলোচনা করতে গতকাল জাতীয় প্রতিরক্ষা পরিষদের এক জরুরি বৈঠক ডেকেছিলেন প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি। এরপরই রাষ্ট্রপতি প্রাসাদে এক বক্তৃতায় জরুরি অবস্থার ঘোষণা করেন তিনি। তবে তা কার্যকর করার জন্য পার্লামেন্টের অনুমোদন লাগবে। পার্লামেন্টের অধিকাংশ সদস্য অবশ্য প্রেসিডেন্টকে সমর্থন করেন। ফলে জরুরি অবস্থা অনুমোদনের ক্ষেত্রে তার সমস্যা হওয়ার কথা নয়। দেশটির উত্তরাঞ্চলীয় তানতা ও আলেকজান্দ্রিয়া শহরে কপটিক খ্রিস্টানদের দুটি গির্জায় রবিবার আইএস আত্মঘাতী হামলা চালায়। দুটি হামলা মিলিয়ে কমপক্ষে ৪৪ জন নিহত হন। আহত হন আরও শতাধিক। পার্লামেন্টের অনুমোদন পাওয়া সাপেক্ষে জরুরি অবস্থা কার্যকর হলে ওয়ারেন্ট ছাড়াই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে কাউকে আটক করতে পারবে ও লোকজনের বাড়িতে তল্লাশি চালাতে পারবে। জরুরি অবস্থা প্রসঙ্গে নিজ প্রাসাদে দেওয়া বক্তৃতায় প্রেসিডেন্ট সিসি বলেন, সব বৈধ ও সাংবিধানিক পন্থা গ্রহণের পরপরই জরুরি অবস্থা কার্যকর হবে। জিহাদিদের বিরুদ্ধে তার সরকারের লড়াই দীর্ঘ ও পীড়াদায়ক হবে বলেও সতর্ক করেন প্রেসিডেন্ট। এর আগে হামলার পরপরই তিনি দেশজুড়ে সব গুরুত্বপূর্ণ স্থাপনায় সেনা মোতায়েনের নির্দেশ দেন। এদিকে, প্রেসিডেন্ট সিসির জরুরি অবস্থার ঘোষণা মানবাধিকার কর্মী ও গোষ্ঠীদের মাঝে উদ্বেগ বাড়াতে পারে বলে পর্যবেক্ষকদের মত। বিবিসি

সর্বশেষ খবর