বুধবার, ১২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
ভারতের কড়া হুঁশিয়ারি

কুলভূষণের প্রাণবধ করলে পাকিস্তানকে পস্তাতে হবে

কলকাতা প্রতিনিধি

কুলভূষণের প্রাণবধ করলে পাকিস্তানকে পস্তাতে হবে

সুষমা স্বরাজ

ভারতের নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কুলভূষণ যাদবের প্রাণবধ করলে পস্তাতে হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ গতকাল রাজ্যসভায় বক্তৃতাকালে এই হুঁশিয়ারি দেন। সুষমা বলেন, কুলভূষণের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের মারাত্মক ক্ষতি হবে। তিনি কুলভূষণের ন্যায়বিচার নিশ্চিত করতে তার দেশ সম্ভাব্য সব কিছু করবে বলেও জানান। কুলভূষণ যাদবকে সোমবার কোর্ট মার্শালের মাধ্যমে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তান। ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ এনালাইসিস উইং ‘র’র হয়ে তত্পরতা চালানো ও পাকিস্তানের বিরুদ্ধে কর্মকাণ্ডের অভিযোগে তাকে এ সাজা দেওয়া হয়। কুলভূষাণকে গত বছরের ৩ মার্চ পাকিস্তানের বেলুচিস্তান থেকে গ্রেফতার করা হয়। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কুলভূষণকে সম্ভবত ইরান থেকে অপহরণ করা হয়েছে। রাজ্যসভায় সুষমা বলেন, ‘কুলভূষণকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে তা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর কী মারাত্মক প্রভাব পড়তে পারে তা বিবেচনায় নেওয়ার জন্য পাকিস্তান সরকারকে আমি সতর্ক করছি।’ কুলভূষণ অন্যায় কিছু করেছেন এ ব্যাপারে কোনো তথ্য-প্রমাণ নেই বলে জানান সুষমা। দিল্লিতে পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিতকে ডেকে এনে কুলভূষণকে প্রাণদণ্ড দেওয়ার তীব্র প্রতিবাদ জানান ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর। কুলভূষণ ম্যাজিস্ট্রেটের কাছে তার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেছেন বলেও পাক সেনাবাহিনী দাবি করে।

সর্বশেষ খবর