বুধবার, ১২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
ইদলিবে রাসায়নিক হামলা

রাশিয়া-সিরিয়াকে অবরোধ প্রশ্নে ঐকমত্য হয়নি

রাশিয়া ও সিরিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭। তবে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় রেখে সিরিয়ার সংকটের সমাধান সম্ভব নয় বলে ঐকমত্যে পৌঁছেছেন জোটের পররাষ্ট্রমন্ত্রীরা। ইতালির লুক্কায় জি-৭’র পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক শেষে গতকাল একথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনজেলিনো আলফানো। গত ৪ এপ্রিল সিরিয়ার ইদলিবে কথিত রাসায়নিক হামলা হয়। এর পরিপ্রেক্ষিতে সিরিয়া ও রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের প্রস্তাব দিয়েছিল ব্রিটেন।  প্রস্তাবে মূলত দেশ দুটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে অবরোধ আরোপের কথা বলা হয়েছিল। বিবিসি, সিএনএন।

সর্বশেষ খবর