শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আফগানিস্তানে ‘সবচেয়ে বড় বোমা’ ফেলল যুক্তরাষ্ট্র

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আফগানিস্তানে ইসলামিক স্টেটের আস্তানায় পরমাণু বোমার বাইরে সবচেয়ে বড় বোমা নিক্ষেপ করেছে বলে পেন্টাগন জানিয়েছে। বিডিনিউজ।

বিবিসি বলছে, ‘মাদার অব অল বম্বস’ নামে পরিচিত জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বম্ব (এমওএবি) ২০০৩ সালে প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়। তবে এর আগে কোনো যুদ্ধে এটা ব্যবহার করা হয়নি।

৩০ ফুটের বেশি লম্বা এই বোমার ওজন ৯ হাজার ৭৯৭ কেজি।

গতকাল পাকিস্তান সীমান্তবর্তী নানগড়হর প্রদেশের আচিন জেলায় যুক্তরাষ্ট্রের একটি বিমান থেকে বোমাটি ফেলা হয় বলে পেন্টাগনের মুখপাত্র অ্যাডাম স্ট্যাম্প জানান।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাহিনীর প্রধান জেনারেল জন নিকোলসন বলেন, ইসলামিক স্টেটের যোদ্ধাদের ব্যবহৃত গুহা ও বাঙ্কার লক্ষ্য করে এই বোমা নিক্ষেপ করা হয়।

গেল সপ্তায় এই প্রদেশে আইএস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের এক সদস্য নিহত হওয়ার পর এই বোমা ফেলা হলো।

তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে তাত্ক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

সর্বশেষ খবর