শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
গুপ্তচরগিরির দায়ে মৃত্যুদণ্ড

কুলভূষণের ব্যাপারে ভারতের হাতে কোনো তথ্য নেই

গুপ্তচরগিরির দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কুলভূষণ যাদবের বিষয়ে দেশটির হাতে কোনো প্রকার তথ্য নেই। পাকিস্তান সরকারও তার ব্যাপারে দেশটির সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করেনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল বাগ্লেই গতকাল এসব কথা জানান। ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’র হয়ে গুপ্তচরগিরি ও পাকিস্তানবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গত সোমবার কুলভূষণকে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তান। দেশটির একটি ফেডারেল সামরিক আদালতের মাধ্যমে তাকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারতের দাবি, এ বিচারের ক্ষেত্রে যথাযথ নিয়ম পালন করা হয়নি। এমনকি বিচার প্রক্রিয়ার সময় কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করার জন্য ইসলামাবাদস্থ ভারতীয় কূটনীতিকদের অনুমতি দেওয়া হয়নি। এ মৃত্যুদণ্ড নিয়ে দেশ দুটির মধ্যে উত্তেজনা চলছে। নিজেদের নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করতে ভারত সম্ভাব্য সবকিছু করবে বলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল গতকাল দিল্লিতে সাংবাদিকদের বলেন, ‘কুলভূষণ কোথায় আছে, কেমন আছে এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই।’ তবে কুলভূষণ যে দেশটির নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তা পুনর্ব্যক্ত করেন তিনি। সেইসঙ্গে নিজেদের নাগরিককে নির্দোষ হিসেবেও দাবি করেছেন ওই মুখপাত্র। টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ খবর