রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

প্রচণ্ড চাপে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ইস্তফা

————— পারিকর

কলকাতা প্রতিনিধি

প্রচণ্ড চাপে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ইস্তফা

ভারতের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর বলেছেন, কাশ্মীরসহ নানা ইস্যুতে তার ওপর প্রচণ্ড চাপ ছিল। প্রতিরক্ষামন্ত্রী পদে ইস্তফা দিয়ে গোয়ার মুখ্যমন্ত্রী পদে ফিরে আসার পেছনে এটি অন্যতম একটি কারণ। শুক্রবার গোয়ায় বাবাসাহেব আম্বেদকরের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে এ কথা বলেন গোয়ার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আসলে দিল্লি আমার কাজের জায়গা নয়। আমি এই জায়গায় অভ্যস্ত নই। গোয়ায় ফিরে আসার পেছনে আমার একটি অন্যতম কারণ হলো সেখানে প্রচুর চাপের মধ্যে ছিলাম।’ তিনি আরও বলেন, ‘কাশ্মীর ইস্যুর সমাধান করাটা সহজ কাজ নয়। এই সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি নীতি নেওয়া জরুরি।’

২০১৪ সালে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর ওই বছরের নভেম্বরে গোয়ার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেন পারিকর। এরপর আড়াই বছর ধরে ওই দায়িত্ব পালন করেন। কিন্তু মার্চে গোয়ায় বিজেপি ক্ষমতায় আসায় ফের গোয়ার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন পারিকর।

সর্বশেষ খবর