সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

এরদোগানের ক্ষমতা বাড়ানোর পক্ষেই তুর্কিদের রায়

তুরস্কে গণভোট

এরদোগানের ক্ষমতা বাড়ানোর পক্ষেই তুর্কিদের রায়

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনার পক্ষেই ভোট দিয়েছে তুরস্কের জনগণ। এ লক্ষ্যে গতকাল দেশটিতে গণভোট অনুষ্ঠিত হয়। ৯০ শতাংশের অধিক ভোট গণনা শেষে দেখা যায়, সংবিধানে সংশোধনী আনার পক্ষে ভোট পড়েছে ৫২.৭  শতাংশ। আর এর বিপক্ষে পড়েছে ৪৭.৩ শতাংশ ভোট। ভোটের প্রাথমিক এ ফলাফলে স্পষ্ট যে, প্রেসিডেন্ট এরদোগানের নির্বাহী ক্ষমতা বাড়ানোর পক্ষেই রায় দিয়েছে তুর্কিরা। ফলে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী এনে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হওয়া এখন এরদোগানের সময়ের ব্যাপার মাত্র।

গণভোটে ভোটার উপস্থিতিও বেশ ভালো ছিল। ভোটগ্রহণ কেন্দ্র করে সবচেয়ে বড় অঘটন ঘটেছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির প্রদেশে। সেখানে একটি ভোটকেন্দ্রের নিকটে গুলিতে তিন ব্যক্তি নিহত হন। গণভোটে এরদোগানের হ্যাঁ শিবির জয়ী হওয়ায় এখন দেশটির সংবিধানে গুরুত্বপূর্ণ কিছু সংশোধনী আনা হবে। এর মাধ্যমে বিদ্যমান সংসদীয় শাসনব্যবস্থা থেকে তুরস্ক প্রেসিডেন্ট শাসিত সরকারে পরিণত হবে। ফলে সব নির্বাহী ক্ষমতার একমাত্র মালিক হবেন এরদোগান। সেই সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথও পরিষ্কার হলো তার জন্য। সংবিধানে সংশোধনী আনা হলে সরকারের বেশ কয়েকটি নির্বাহী বিষয়ের নিয়ন্ত্রণ যাবে এরদোগানের হাতে। এর মধ্যে রয়েছে মন্ত্রিসভার সদস্যসহ দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তাদের নিয়োগ, জ্যেষ্ঠ বিচারকদের বাছাই, নির্বাচন আহ্বান, পার্লামেন্ট বিলুপ্তি, জরুরি অবস্থা  এবং বিদ্যমান প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত ঘোষণা করা ইত্যাদি। বিবিসি

সর্বশেষ খবর