সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এবার ট্রাম্পের আয়কর বিবরণী প্রকাশের দাবিতে দেশটিজুড়ে এই বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়াসহ দেশটির দেড় শ’র বেশি শহরে এ বিক্ষোভের আয়োজন করা হয়েছে। ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের জাতীয় কর দিবস পালিত হবে। দিবসটি সামনে রেখেই প্রেসিডেন্টের আয়কর বিবরণী প্রকাশের দাবি জোরালো হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিককালের ইতিহাসে ট্রাম্পই হচ্ছেন একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি আয়কর বিবরণী প্রকাশ করেননি। ৩৭তম মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের (ক্ষমতাকাল ১৯৬৯-১৯৭৪) সময় থেকে দেশটির পরবর্তী প্রতিটি প্রেসিডেন্ট তা করেছেন। এক্ষেত্রে ট্রাম্পই হচ্ছেন একমাত্র ব্যতিক্রম। এমনটি প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনও নির্বাচন সামনে রেখে তার আয়কর বিবরণী প্রকাশ করেছিলেন। তাই স্বভাবতই ট্রাম্পের আয়ব্যয়ের হিসাব নিয়ে মার্কিনিদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। ইউএসএ টুডে।

সর্বশেষ খবর