সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

রাশিয়ার আছে ‘বোমার বাপ’

আফগানিস্তানের নানগারহার প্রদেশে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে শক্তিশালী বোমার ব্যবহার করেছে। আইএস জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত এক পার্বত্য গুহার ওপর ২১ হাজার ৬০০ পাউন্ড ওজনের (প্রায় ১০ টন) ওই বোমা নিক্ষেপ করে। হোয়াইট হাউসের দাবি, জিবিইউ-৪৩ নামে পরিচিত এই বোমা ‘সব বোমার মা’। এদিকে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ‘বোমার মা’ ফেলার একদিন পর মস্কো বলেছে, তাদের ভাণ্ডারে যে বোমা আছে, তা ‘সব বোমার বাবা’। মস্কো টাইমসের খবরে বলা হয়, মার্কিন ‘মা বোমার’ চেয়ে রুশ ‘বাবা বোমার’ শক্তি ও ওজন দুটোই বেশি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর