মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

তুরস্কে গণভোটের ফল প্রত্যাখ্যান

বিরোধীরা বিক্ষোভ চালিয়ে যাওয়ার পক্ষে একাট্টা

তুরস্কে গণভোটের ফল প্রত্যাখ্যান

গণভোটের ফলাফল প্রত্যাখ্যান করে ইস্তাম্বুলে ‘না’ শিবিরের সমর্থকদের বিক্ষোভ প্রদর্শন — এএফপি

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানকে সর্বময় ক্ষমতার অধিকারী করার লক্ষ্যে গণভোটে দেওয়া তুর্কিদের রায়কে প্রত্যাখ্যান করেছে বিরোধীরা। গণভোটে ব্যাপক অনিয়ম হয়েছে এমন দাবি তুলে তারা দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন। গণভোটের পক্ষের শিবির ও এরদোগান সমর্থকরা একদিকে বিজয়ের আনন্দে ভাসছেন অন্যদিকে এর বিরোধীরা ক্ষোভে ফেটে উঠেছেন। এদিকে আন্তর্জাতিক ইলেকশন মনিটরস তুরস্কের গণভোট লেভেল প্লেয়িং ফিল্ডে অনুষ্ঠিত হয়নি জানিয়ে এর ফলাফল বাতিলের আহ্বান জানিয়েছেন। আট সপ্তাহের মধ্যে গণভোটের ব্যাপারে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে তাদের। এরদোগানের নির্বাহী ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনতে রবিবার তুরস্কে এ গণভোট অনুষ্ঠিত হয়। ভোটার ছিল প্রায় সাড়ে ৫ কোটি। ভোটার উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভোটের অনানুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, সংবিধানে সংশোধনীর পক্ষে ভোট পড়েছে ৫১ শতাংশের একটু বেশি। আর এর বিপক্ষে পড়েছে ৪৯ শতাংশ ভোট। ভোটের পরিসংখ্যানে এটা স্পষ্ট যে, হ্যাঁ ও না শিবিরের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ভোটের আগে বিভিন্ন জরিপেও কঠিন লড়াইয়ের আভাস দেওয়া হয়েছিল। তবে হ্যাঁ শিবির যে সামান্য ব্যবধানে জয়লাভ করতে যাচ্ছে তাও জনমত জরিপে আভাস দেওয়া হয়েছিল। ভোটের ফলাফলেও তেমনটি প্রতিফলিত হয়েছে। কিন্তু এই ফলাফল কারচুপির মাধ্যমে করা হয়েছে বলে দেশটির বিরোধী দলগুলোর দাবি। তাই তারা গণভোটের ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শুধু নতুনভাবে ভোট গণনা নয়, এই ভোট বাতিলের দাবিতে দেশটির প্রধান প্রধান শহর ইস্তাম্বুল, আঙ্কারা, ইজমির বুরসাসহ অন্যান্য শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এদিকে ভোট গণনায় হ্যাঁ শিবিরের এগিয়ে থাকার খবর প্রকাশের খবর আসার মধ্যেই ভোটের দিন সন্ধ্যা থেকেই রাজধানী আঙ্কারায় জড়ো হচ্ছিল এরদোগানের সমর্থকরা। সেখানে স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় সমর্থক ও ভক্তদের উদ্দেশ্যে এক বিজয়ী ভাষণ দেন প্রেসিডেন্ট এরদোগান। বক্তৃতায় তিনি সমর্থকদের ও দেশের জনগণকে ধন্যবাদ জানান। বিবিসি।

সর্বশেষ খবর