মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

টনি ব্লেয়ারকে বিচার থেকে রক্ষার আয়োজন

ইরাক যুদ্ধ

টনি ব্লেয়ারকে বিচার থেকে রক্ষার আয়োজন

ভুল তথ্যের ভিত্তিতে ব্রিটিশ পার্লামেন্টে আইন পাস করে ইরাক যুদ্ধে অংশ নিয়েছিল ব্রিটেন। আর এ কাজ করেছেন সেই সময়ের ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। এই ‘প্রতারণা’র জন্য ব্লেয়ারকে কাটগড়ায় তোলার সব আয়োজন চলছে। ওই যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্রিটিশ পরিবারগুলো তার বিরুদ্ধে মামলা করেছে। সেই মামলায় যাতে টনি ব্লেয়ারের বিচার আটকে দেওয়া যায় সে চেষ্টা করছেন তার অ্যাটর্নি জেনারেল। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকে হামলা চালায় ব্রিটেন। সেই যুদ্ধে ব্রিটেনের ১৭৯ সেনা সদস্য নিহত হয়েছেন। গত নভেম্বরে একজন বিচারক টনি ব্লেয়ারকে ফৌজদারি অপরাধ থেকে দায়মুক্তি দিয়ে রায় দেন। এরপরই এগিয়ে আসেন সরকারের শীর্ষ পর্যায়ের আইনপ্রয়োগকারী এক কর্মকর্তা, কনজার্ভেটিভ দলের এমপি জেরেমি রাইট। তিনি পরিস্থিতিতে হস্তক্ষেপ করেন। নিহত সেনা পরিবারগুলোর পক্ষে ওই মামলা করেছিলেন ইরাকের সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ জেনারেল আবদুল ওয়াহিদ শানান আর-রিবাত। কিন্তু তার আবেদনটি আমলে নেননি ডিস্ট্রিক্ট জজ মাইকেল স্নো। কারণ, টনি ব্লেয়ার সাবেক প্রধানমন্ত্রী। তিনি এজন্য দায়মুক্তি পান। কিন্তু শানান আর-রিবাত এখন নির্বাসনে রয়েছেন। তিনি চাইছেন টনি ব্লেয়ারের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র ও অ্যাটর্নি জেনারেল লর্ড গোল্ডস্মিথেরও বিচার হোক ব্রিটিশ আদালতে। তাই তিনি এখন বিচারকদের কাছে বিচারবিভাগীয় রিভিউ চাইছেন। ওদিকে অনেক আগেই ত্রুটিপূর্ণ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  ইরাক যুদ্ধে যাওয়ার জন্য ব্লেয়ারের তীব্র সমালোচনা করে একটি রিপোর্ট প্রকাশ করেছেন স্যার জন চিলকোট। সেই রিপোর্টের সহায়তা নিচ্ছেন রিবাত। এখন যেন টনি ব্লেয়ারের বিচার না করা হয় এজন্য তত্পর হয়ে উঠেছেন তার আইনজীবীরা।

সর্বশেষ খবর