মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
কারাগারে নির্যাতন

ইসরায়েলে বন্দী ফিলিস্তিনিদের গণঅনশন

ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিরা গতকাল থেকে গণঅনশন শুরু করেছে। কারাগারে বন্দীদের সঙ্গে অসদাচরণ ও নির্যাতনের প্রতিবাদের এক হাজারের বেশি ফিলিস্তিনি অনশনে অংশ নিয়েছে। ইসরায়েলি কারা বিভাগ জানায়, দেশটির কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মধ্যে এক হাজার ১৮৭ জন অনশনে যোগ দিয়েছে। ফিলিস্তিনিদের বার্ষিক বন্দী দিবস ১৭ এপ্রিল থেকেই এই গণঅনশন শুরু হয়েছে। ইসরায়েলি কারাগারগুলোতে বন্দী ফিলিস্তিনিরা দুই পক্ষের মধ্যে বিদ্যমান উত্তেজনার অন্যতম ধারাবাহিক উৎস। এসব বন্দীকে রাজনৈতিক বন্দী মনে করে ফিলিস্তিনিরা। ইসরায়েলিদের বিরুদ্ধে হামলা ও অন্যান্য অপরাধের কারণে এদের সাজা দেওয়া হয়েছে। আবার অনেকে তথাকথিত প্রশাসনিক আটকাদেশের বলেও বন্দী আছেন।

সর্বশেষ খবর