মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ডায়ানার মৃত্যুর পর জীবনটাই এলোমেলো হয়ে যায় হ্যারির

ডায়ানার মৃত্যুর পর জীবনটাই এলোমেলো হয়ে যায় হ্যারির

তিনি প্রিন্স হ্যারি। ব্রিটিশ সাম্রাজ্যের চতুর্থ অধিকর্তা। তার বড় ভাই প্রিন্স উইলিয়াম। শান্ত-শিষ্ট স্বভাবের জন্য যিনি বেশি পরিচিত। কিন্তু প্রিন্স হ্যারির তকমা আছে, ‘ব্যাড বয়’ হিসেবে। প্রিন্স হ্যারির বয়স এখন ৩২। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গেও তার স্বাভাবিক জীবন-যাপনের পরিস্থিতিটা পাল্টায়নি। প্রায়শ শিরোনামে উঠে এসেছেন তিনি। কখনো লাস ভেগাসে বান্ধবীদের সঙ্গে নগ্ন ছবি পোস্ট করছেন। কখনো বা পাপারািজ্জদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে মারপিট করে। সেই ‘খোলামেলা’ হ্যারিই এতদিন তার মাকে হারানোর দুঃখ চেপে রেখেছিলেন। অবশেষে গত সপ্তাহে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন তিনি। দ্য টেলিগ্রাফকে জানিয়েছেন, দুবছর বয়সে মা লেডি ডায়ানাকে হারিয়ে কী রকম এলোমেলো হয়ে গিয়েছিল তার জীবন। বহু বছর ধরে সেই শোক চেপে রেখেছিলেন তিনি। শেষমেশ সেই শোক ভুলতে মনোবিদেরও সাহায্য নিতে হয়েছে তাকে। ১৯৯৭-এর ৩১ আগস্ট প্যারিসে গাড়ি দুর্ঘটনায় মারা যান প্রিন্সেস ডায়ানা। হ্যারি জানিয়েছেন, মায়ের মৃত্যুর শোক ভুলতে যেন বালির গর্তে মাথা ডুবিয়ে রেখেছিলেন তিনি। মায়ের কথাও মনে করতে অস্বীকার করতেন।

সর্বশেষ খবর