মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

উত্তর কোরিয়াকে আর সময় দেওয়া যায় না : পেন্স

উত্তর কোরিয়াকে আর সময় দেওয়া যায় না : পেন্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত ধৈর্যের দিন শেষ। এর একদিন আগে উত্তর কোরিয়া একটি ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। মূলত সম্পর্কের বিষয়ে উত্তর কোরিয়ার প্রতিবেশী দক্ষিণ কোরিয়াকে ফের আশ্বস্ত করতে পেন্স দক্ষিণ কোরিয়া সফরে রয়েছেন। আর তার এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনা চলছে। দুই কোরিয়ার মধ্যবর্তী বেসামরিক জোন পানমুজম গ্রামে গিয়ে আজ কথা বলেন পেন্স। সাংবাদিকদের তিনি বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত ধৈর্যের একটা সময় ছিল। কিন্তু এই যুগ শেষ। উত্তর কোরিয়ার জন্য বন্ধ রাষ্ট্র জাপান বা দক্ষিণ কোরিয়া কোনো ধরনের চাপে থাকবে তা মেনে নেবে না যুক্তরাষ্ট্র। পেন্স বলেন, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ উপায়ে কোরীয় উপদ্বীপে নিরাপত্তা নিশ্চিত করতে চায়। তবে প্রয়োজনে সব ধরনের পন্থাই যুক্তরাষ্ট্রের বিবেচনায় আছে বলে উল্লেখ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

সর্বশেষ খবর