মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
আর্থিক কেলেঙ্কারি

পার্কের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

পার্কের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

আর্থিক কেলেঙ্কারির এক মামলায় দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক জিউন হুয়ের বিরুদ্ধে গতকাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়েছে। পার্কের বিরুদ্ধে ঘুষগ্রহণ, ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় গোপন তথ্যাদি ফাঁস করাসহ বেশ কয়েকটি অভিযোগ এনেছে রাষ্ট্রীয় কৌঁসুলিরা। এসব অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তবে পার্ক শুরু থেকেই তার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ অস্বীকার করে আসছেন। ঘনিষ্ঠ বন্ধু চুই সুন শিল পরিচালিত দুটি দাতব্য ফাউন্ডেশনে স্যামসাংসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রভাব খাটিয়ে অনুদান আদায়ের ক্ষেত্রে পার্কের হাত ছিল বলে অভিযোগ। এ ছাড়া স্যামসাংয়ের উত্তরাধিকারী লি জায়ে ইয়ংকে কোম্পানিটির নিয়ন্ত্রণ ধরে রাখার ক্ষেত্রে অন্যায়ভাবে নীতি-নির্ধারণগত আনুকূল্য দিয়েছেন বলেও অভিযোগ। এসব অভিযোগে বিরোধীদের তুমুল বিক্ষোভের মুখে গত বছরের ডিসেম্বরে পার্লামেন্টে অভিসংশিত হন পার্ক। পরে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ায় দায়িত্ব বর্তায় দেশটির সাংবিধানিক আদালতের ওপর। গত মাসে এই আদালতও পার্কের অভিসংশন বহাল রাখে। ফলে আনুষ্ঠানিকভাবে ক্ষমতাচ্যুত হন দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত নারী প্রেসিডেন্ট পার্ক। এএফপি।

সর্বশেষ খবর