শিরোনাম
বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলার হুমকি উত্তর কোরিয়ার

যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলার  হুমকি উত্তর কোরিয়ার

যুক্তরাষ্ট্রের হুমকি-ধমকির মধ্যেই উত্তর কোরিয়া বলেছে, তারা যুদ্ধের জন্য প্রস্তুত। আর তারা যুক্তরাষ্ট্রে পারমাণবিক বোমা হামলা চালাতে পিছপা হবে না। এ মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী হ্যান সাং রিয়ল। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, উত্তর কোরিয়া যদি বুঝতে পারে যুক্তরাষ্ট্র তাদের ওপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তাহলে, তা ঠেকাতে প্রয়োজনে নিজেরাই পরমাণু হামলা করবে। পিয়ংইয়ংয়ে বিবিসিকে দেওয়া ওই সাক্ষাৎকারে হ্যান বলেছেন, যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানে যায়, তাহলে প্রথম দিন থেকেই তার দেশও পূর্ণাঙ্গ যুদ্ধ করতে প্রস্তুত। এ ছাড়া যুক্তরাষ্ট্র যদি তাদের ওপর সামরিক অভিযানের কোনো পরিকল্পনা করে, তাহলে উত্তর কোরিয়া নিজেদের কৌশল ও চিন্তা অনুযায়ী আক্রান্ত হওয়ার আগেই আমেরিকার ওপর পরমাণু হামলা চালাবে। আন্তর্জাতিক নিন্দা এবং ক্রমবর্ধমান মার্কিন সামরিক প্রস্তুতির মধ্যেই দেশটি বলছে, তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো থামাবে না। ওই সাক্ষাৎকারে হ্যান বলেছেন, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে এবং সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে এই কার্যক্রম চলতেই থাকবে।”

তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন সামরিক বাহিনীর শক্তির পরীক্ষা না নিতে উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়েছেন বর্তমানে সিউল সফররত যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স। আর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার বলেছেন, কোরীয় উপদ্বীপ অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার ভিতরে প্রেসিডেন্ট বালুকাবেলায় আঁকাআঁকি করবেন না। প্রেসিডেন্ট তার ‘কার্ড’ হাতের কাছেই রেখেছেন। কোনো রকম সামরিক বা যে কোনো পরিস্থিতির জবাব কী হবে তিনি তা আগেভাগে জানান দেবেন বলে মনে হয় না। অর্থাৎ আচমকা হামলা উত্তর কোরিয়ায় হতেই পারে। বিবিসি

সর্বশেষ খবর