বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

কী হবে তুরস্কের বিরোধী দলের নেতাদের!

কী হবে তুরস্কের বিরোধী দলের নেতাদের!

তুরস্কে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। আগামী কমপক্ষে দশ বছর নিজের মতো করে দেশ চালাবেন তিনি। বিচার বিভাগ থেকে শুরু করে সবখানেই হস্তক্ষেপের ক্ষমতা থাকছে এই নেতার। তার এই ক্ষমতায়নে কোণঠাসায় পড়েছে বিরোধী রাজনীতিক দলের নেতারা। যারা দীর্ঘসময় ধরে সংগ্রাম করে আসছে। বিশ্লেষকরা বলছেন, আজ তারা অনেকটা কোণঠাসা। এখন সেখানে গণতন্ত্রের জন্য তাদের কড়া সংগ্রাম করতে হবে। কিন্তু প্রশ্ন তারা কী সেই সুযোগ পাবে। তবে অনেক বিরোধী নেতাই মনে করছেন গণভোটের পরাজয় তাদের জন্য নতুন সুযোগ করে দিচ্ছে। বিরোধী এইচডিপি কুর্দিশ পার্টি বলেছে, ক্ষমতাসীন একে পার্টি দেশের দক্ষিণ-পূর্বে তাদের নির্বাচনী সংগীত পর্যন্ত নিষিদ্ধ করেছিল। তবে তারা অন্য একটি বিষয়ে স্বস্তি পাচ্ছেন। তা হলো তুরস্কের বড় বড় শহরগুলোতে প্রেসিডেন্ট এরদোগান শতকরা ৫০ ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হয়েছেন। এমনকি তিনি যে ইস্তাম্বুলে বসবাস করেন সেখানেও তিনি বিজয়ী হতে ব্যর্থ হয়েছেন। এটা তার জন্য অবমাননাকর। যেহেতু এরদোগানের গণভোট দেশের প্রায় অর্ধেক মানুষ পছন্দ করেনি তাই একনায়ক হওয়া তার জন্য সহজ হবে না। গত জুলাইয়ের সামরিক ব্যর্থ অভ্যুত্থানের পর হাজারও মানুষকে গ্রেফতার করে জেলে রাখা হয়েছে। এসব মানুষের পরিবারে এখন এক গভীর আতঙ্ক। (প্রেসিডেন্ট এরদোগান এর আগেই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি দেশে মৃত্যুদণ্ড পুনর্বহালের জন্য গণভোট দেবেন। সেই ভোট দেওয়া এখন তার একক সিদ্ধান্তের বিষয়। এমন গণভোটেও যদি তিনি জিতে যান তাহলে এসব মানুষের পরিণতি কী হতে পারে তা সহজেই অনুমেয়)। স্কাই নিউজ

সর্বশেষ খবর