বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ভিসা প্রোগ্রামে পরিবর্তন আনছে অস্ট্রেলিয়া

শ্রমবাজারে দক্ষ কর্মীর সংকট পূরণে বিদেশি দক্ষ কর্মী ভিসা প্রোগ্রামে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া। বর্তমানে দেশটিতে কাজ করার জন্য বিদেশি কর্মীদের চার বছরের ভিসা দেওয়া হতো। পরিবর্তিত সিদ্ধান্তে দুই বছর ও চার বছর মেয়াদি অস্থায়ী ভিসা দেওয়া হবে। এ ছাড়া নতুন ভিসা প্রোগ্রামে চাকরির ক্ষেত্রও কমানোর কথা বলা হয়েছে। বর্তমানে ৬৫১টি ক্ষেত্রে চাকরি করার সুযোগ কমিয়ে ৪৩৫টিতে নিয়ে আসা হচ্ছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল গতকাল ফেসবুকে এক ভিডিও বার্তায় এ কথা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার বিদেশি দক্ষ কর্মী সংক্রান্ত বিদ্যমান ভিসা প্রোগ্রামটি ৪৫৭ নামে পরিচিত। দেশটির শ্রমবাজারে দক্ষ কর্মীর ঘাটতি পূরণেই এটি চালু করেছিল। তবে এ অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে টার্নবুল সরকার। এখন বিদেশি কর্মী নয়, বরং এ ক্ষেত্রে স্থানীয় নাগরিককেই বেশি গুরুত্ব দিতে চায় দেশটি। ভিডিও বার্তায় এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিদেশি দক্ষ কর্মীর মধ্যে এখন ২৫ শতাংশই ভারতীয় নাগরিক। এরপর রয়েছে ব্রিটিশরা (২০ শতাংশ) এবং তৃতীয় চীন (৬ শতাংশ)। সিএনএন

সর্বশেষ খবর