বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
বাবরি মসজিদ ধ্বংস ঘটনায় ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশ

আদবানিসহ বিজেপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা চলবে

দীপক দেবনাথ, কলকাতা

আদবানিসহ বিজেপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা চলবে

বাবরি মসজিদ ধ্বংসে লালকৃষ্ণ আদবানি, মুরলি মনোহর যোশী, উমা ভারতীসহ ২১ জন নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা বহাল রাখার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। গতকাল শীর্ষ আদালত জানায় লক্ষেৗ আদালতে এসব অভিযুক্ত নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা চালিয়ে যেতে পারবে সিবিআই। সিবিআইর আবেদনের ভিত্তিতে গতকাল দেশটির শীর্ষ আদালতের বিচারপতি পি সি ঘোষ ও বিচারপতি আর এফ নরিমানের ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেয়। নিয়মিত শুনানির মধ্য দিয়ে আগামী দুই বছরের মধ্যে এ মামলার শুনানি শেষ করতেও নির্দেশ দিয়েছে আদালত। তবে এ মামলার বাইরে রাখা হয়েছে বিজেপি নেতা কল্যাণ সিং-কে। বর্তমানে রাজস্থানের রাজ্যপাল পদে থাকায় তাকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যদিও রাজ্যপালের মেয়াদ শেষের পর তার বিরুদ্ধে এ মামলা চালু করার নির্দেশ দিয়েছে আদালত। আদালতের এই নির্দেশে যথেষ্ট বিপাকে বিজেপির এই প্রভাবশালী নেতারা।  আধুনিক ভারতের ইতিহাসে ১৯৯২ সালের ৬ ডিসেম্বর দুর্বৃত্তরা ধ্বংস করে দিয়েছিল বাবরি মসজিদকে। অভিযোগ ওঠে ভারতীয় জনতা পার্টি, রাষ্ট্রীয় সেবক সংঘ এবং সংঘ পরিবারের সদস্যরাই নাকি নিরাপত্তা বাহিনীর চোখের সামনেই বাবরি মসজিদ গুঁড়িয়ে দিয়েছিল। আদবানি, যোশী, উমা ভারতীসহ বেশ কয়েকজন প্রভাবশালী ও শীর্ষস্থানীয় বিজেপি নেতা সেদিন ঘটনাস্থলে উপস্থিত থেকেই থেমে থাকেননি, প্ররোচনাও দিয়েছেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পরই ভারতজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে, মৃত্যু হয় প্রায় ২ হাজার মানুষের। পরে এ ঘটনার তদন্তে নেমে সিবিআইর তরফে দাবি করা হয়, মসজিদের কাছে এক জনসভায় দাঁড়িয়ে উসকানিমূলক বক্তব্য রাখেন অভিযুক্ত এই নেতা-নেত্রীরা।

সর্বশেষ খবর