বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

শ্রম ভিসায় ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ

যুক্তরাষ্ট্রে বিদেশি শ্রমিকদের ভিসা দেওয়ার বিষয়টি পর্যালোচনা করতে নতুন একটি নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জারি করা এ নির্বাহী আদেশের আওতায় মার্কিন সব প্রতিষ্ঠানে বিদেশিদের পরিবর্তে  মার্কিনিদেরই কাজ দেওয়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে।নির্বাহী আদেশ বাস্তবায়নে বিভিন্ন সংস্থাকে নির্দেশনা  দেওয়া হয়েছে। সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ পেতে বিদেশি কোনো ঠিকাদার বা প্রতিষ্ঠান যেন অংশ নিতে না পারে তা কঠোরভাবে মেনে চলার নির্দেশ রয়েছে এতে। উইসকনসিনে নির্বাহী আদেশটি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, ‘এই আদেশের মাধ্যমে আমরা বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দিতে চাচ্ছি যে, আমরা আমাদের শ্রমিকদের রক্ষা করব, তাদের চাকরির সুরক্ষা দেব। বিবিসি।

সর্বশেষ খবর