বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সংস্কারে স্বৈরশাসক হব না : এরদোগান

গণভোটে বিজয়ের মধ্য দিয়ে স্বৈরাচারে পরিণত হবেন না বলে জোর দিয়ে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেন এরদোগান। প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর প্রশ্নে গত রবিবার তুরস্কে অনুষ্ঠিত গণভোটে এরদোগান জয়ী হন। এই জয়ের ফলে তিনি ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ সুগম হয়েছে। গণভোটের প্রস্তাব অনুযায়ী এখন তুরস্কে সংসদীয় ব্যবস্থার স্থলে প্রেসিডেন্ট-শাসিত পদ্ধতি চালু হবে। সর্বময় ক্ষমতার অধিকারী হবেন প্রেসিডেন্ট।

সর্বশেষ খবর