রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

অস্ট্রেলিয়ার সঙ্গে অভিবাসন চুক্তি বহাল রাখছেন ট্রাম্প

অস্ট্রেলিয়ার সঙ্গে  অভিবাসী পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে করা চুক্তির প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সময় এ চুক্তিকে ‘অকেজো’ চুক্তি বলেছিলেন। তার পূর্বসূরি বারাক ওবামার প্রশাসন অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তিটি করেছিল। অস্ট্রেলিয়া সফররত মার্কিন ভাইস  প্রেসিডেন্ট মাইক পেন্স এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল সিডনিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমরা আমাদের এক গুরুত্বপূর্ণ মিত্রের সম্মানে এই চুক্তিটি এগিয়ে নিয়ে যাব। তবে এর অর্থ এটা নয় যে, আমাদের অভিবাসন চুক্তি কিংবা এ সংক্রান্ত নীতিতে    বিশ্বাস রয়েছে।’ সম্প্রতি অস্ট্রেলিয়া অভিমুখে অভিবাসন প্রত্যাশীদের ঢল নামে। কিন্তু দেশটি এক্ষেত্রে কঠোর নীতি বজায় রেখেছে। বিবিসি।

সর্বশেষ খবর