মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
সেনা ঘাঁটিতে হামলা

আফগান প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের পদত্যাগ

আফগান প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের পদত্যাগ

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় একটি সেনা ঘাঁটিতে তালেবানের হামলায় ১৩৬ জন সেনা সদস্য নিহত হওয়ার ঘটনায় দেশটির  প্রতিরক্ষামন্ত্রী আবদুল্লাহ হাবিবি ও সেনাপ্রধান কাদাম শাহ শাহীম পদত্যাগ করেছেন। আফগান প্রেসিডেন্টের বাসভবনের এক বিবৃতিতে গতকাল তাদের পদত্যাগের কথা জানানো হয়। পদত্যাগের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস আকস্মিক সফরে গতকাল দেশটিতে পৌঁছেছেন। গত ২১ এপ্রিল উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফের কাছে একটি সেনা ঘাঁটিতে তালেবান জঙ্গিগোষ্ঠী ভয়াবহ হামলা চালায়। এ হামলায় কমপক্ষে ১৩৬ জন নিহত হয়। তবে কিছু কিছু সূত্র হতাহতের সংখ্যা আরও অনেক বেশি বলে জানিয়েছে। এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছেন, তিনি ১৬৫ জন সেনা সদস্যের মরদেহ গণনা করেছেন। এ ছাড়া হামলায় অংশ নেওয়া ১০ তালেবান জঙ্গিও নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে। আর এক তালেবান সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আফগান প্রেসিডেন্ট প্যালাসের এক সংক্ষিপ্ত বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের পদত্যাগের কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে সেনা ঘাঁটিতে হামলার ওই ঘটনায় তালেবানবিরোধী লড়াইয়ে সরকারের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। এ ছাড়া এ ঘটনায় দেশব্যাপী প্রচণ্ড ক্ষোভ তৈরি হয়েছে। এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই গতকাল দেশটির রাজধানী কাবুলে পৌঁছান।  বিবিসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর