মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

শততম দিনে সমাবেশ করবেন ট্রাম্প

শততম দিনে সমাবেশ করবেন ট্রাম্প

আর তিন দিন পরই নিজের ক্ষমতারোহণের ‘শততম দিন’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এ দিনটিতে তিনি সাদামাটাভাবে পার করতে চাচ্ছেন না। তাই তো বিশাল সমাবেশের মধ্য দিয়ে দিনটি উদযাপন করার ঘোষণা দিয়েছেন তিনি। পেনসিলভানিয়ায় হবে এই সমাবেশ।

নিজের টুইটার অ্যাকাউন্টে ট্রাম্প ঘোষণা দেন, ‘২৯ এপ্রিল রাতে আমি পেনসিলভানিয়ায় এক বিশাল সমাবেশ করতে যাচ্ছি। অপেক্ষায় থাকুন।’ এর আগে শুক্রবার শততম দিনে ট্রাম্পের অর্জন নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে কথা বলেন ট্রাম্প। টুইটার পোস্টে তিনি লিখেন, “এই শততম দিনের ‘হাস্যকর মানদণ্ডে’-ও যা-ই অর্জন করে থাকি না কেন, মিডিয়া তা ধামাচাপা দেবেই। আর আমার অর্জন অনেক বিশাল।”

উল্লেখ্য, প্রেসিডেন্টের শততম দিন উদযাপনের রীতি রয়েছে যুক্তরাষ্ট্রে। প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টের সময় থেকে এই দিনটির উদযাপন শুরু হয়। তিনি তার শাসনামলের শত দিনের মধ্যেই ১৫টি বড় বড় আইন প্রণয়ন করেন। আর ওই সময়েই কংগ্রেসে আমেরিকান প্রেসিডেন্টের ক্ষমতা ও প্রভাব থাকে সবচেয়ে বেশি। সিএনএন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর