মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ক্ষমতা ছাড়ার পর প্রথম প্রকাশ্য বক্তৃতায় ওবামা

ক্ষমতা ছাড়ার পর প্রথম প্রকাশ্য বক্তৃতায় ওবামা

দুই দফায় মোট ৮ বছর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকার পর মাস তিনেক আগে বিদায় নিয়েছেন। যে ব্যক্তি প্রতিদিন খবরের শিরোনাম হতেন তিনি এই তিন মাস একেবারে ছিলেন লোকচক্ষুর আড়ালে। এই সময়ে তিনি রাজনীতি, অর্থনীতি, সামাজিক ব্যবস্থা বা অন্য কোনো বিষয়ে কোনো মন্তব্য করেননি। কোনো পাবলিক অনুষ্ঠানে বা টেলিভিশনে বক্তব্য রাখেননি। তবে তার দেখা মিলেছে গতকাল। প্রকাশ্য বক্তৃতা দিয়েছেন। তিনি বারাক ওবামা।

হোয়াইট হাউস ত্যাগের পর গতকালই তার বর্তমান শহর শিকাগোতে এক অনুষ্ঠানে তরুণদের সঙ্গে কথা বলেন। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নেওয়ার শততম দিন পূর্ণ হবে ২৯ এপ্রিল। তার মাত্র পাঁচ দিন আগে তিনি হাজির হলেন ওই অনুষ্ঠানে। ইউনিভার্সিটি অব শিকাগোতে আয়োজিত অনুষ্ঠানটিকে আখ্যায়িত করা হয়েছে কমিউনিটি সংগঠন ও সুশীলদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিবিষয়ক আলোচনা হিসেবে। অনুষ্ঠানে শিকাগোর বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয়গুলোর তিনশ শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর