মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ইউক্রেন ইস্যুই ওয়াশিংটন মস্কো সম্পর্কোন্নয়নে বাধা : টিলারসন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার তত্পরতা ওয়াশিংটন-মস্কো সম্পর্কোন্নয়নের পথে বাধা। ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো প্রোশেনকোর সঙ্গে ফোনালাপে  তিনি এ কথা বলেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, প্রোশেনকোকে রবিবার ফোন করেছিলেন টিলারসন। সম্প্রতি তার রুশ সফর এবং রুশ নেতাদেরকে দেওয়া তার বার্তার বিষয়ে আলোচনার জন্য এ ফোন। রুশ নেতাদের প্রতি দেওয়া টিলারসনের বার্তায় বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী যুক্তরাষ্ট্র; কিন্তু ইউক্রেনে মস্কোর তত্পরতা এ ক্ষেত্রে বাধা হয়ে আছে। এএফপি।

সর্বশেষ খবর