বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

দিল্লির পৌর নির্বাচনে বিজেপির জয়জয়কার

কলকাতা প্রতিনিধি

ফের গেরুয়া ঝড়। উত্তরপ্রদেশের পর দিল্লিতে। গতকাল সকালে ভোটযন্ত্র খোলা হতেই দিল্লির সর্বত্র বিজেপি ঝড়ের ইঙ্গিত মিলতে শুরু করে। দিল্লি পুরভোটেও বিপুল জয় পেল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এ নিয়ে টানা তিনবার দিল্লি পুরসভায় ক্ষমতা দখল করল মোদি-অমিত শাহের দল। গত ২৩ এপ্রিল দিল্লির তিনটি পুরসভার (উত্তর, পূর্ব, দক্ষিণ) মোট ২৭২টি আসনের মধ্যে ২৭০টি আসনে ভোট হয় (উত্তর ও পূর্ব দিল্লির একটি করে আসন বাদে)। গতকাল ছিল ভোট গণনা। ১৭৭টি আসন পায় গেরুয়া শিবির। ত্রিমুখী এই নির্বাচনে প্রথম থেকেই ফেবারিট ছিল বিজেপি। কংগ্রেস বা আম আদমি পার্টি (আপ) তুলনায় অনেক ভালো ফল করে এক নম্বর স্থান পেল গেরুয়া শিবির। তাদের ধারে কাছে নেই বিরোধী দলগুলো, কার্যত খড়কুটোর মতো উড়ে যায়। দ্বিতীয় স্থান দখল করে আপ, তারা পায় ৪৫টি আসন এবং ৩২টি আসন পেয়ে তৃতীয় স্থান পায় কংগ্রেস। ঘরোয়া কোন্দলে জর্জরিত কংগ্রেস যে এবারের নির্বাচনে ভালো ফল করবে না তা একপ্রকার প্রত্যাশিতই ছিল। কিন্তু দিল্লির শাসকদল আপ যে এখাবে বিপর্যস্ত হবে তা বোধহয় তাদের দলের নেতারা কেউই ভাবতে পারেনি। সবমিলিয়ে একটা বিষয় স্পষ্ট যে অরবিন্দ কেজরিওয়ালের জনপ্রিয়তায় ভাটা পড়ছে।  দিল্লি পুরসভায় বিপুল ভোটে জয়ের পরই কলকাতার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জানান ‘এই জয় মোদির প্রতি মানুষের ভরসার ফল।

সর্বশেষ খবর