শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ব্রিটেনে ২৪ ঘণ্টায় দুটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ

ব্রিটেনে ২৪ ঘণ্টায় দুটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ

ব্রিটিশ পুলিশ ২৪ ঘণ্টায় দুটি সন্ত্রাসী হামলার চেষ্টা নস্যাৎ করেছে। এর মধ্যে প্রথমটি ব্রিটিশ পার্লামেন্টের কাছ থেকে ছুরিধারী এক লোককে আটক করে। সন্ত্রাসবাদ-বিরোধী গোয়েন্দাদের এক অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়। ওই লোকটিও ছুরি দিয়ে সন্ত্রাসী হামলা চালাতে চেয়েছিল বলে দাবি করছে পুলিশ। অপর ঘটনাটি উত্তর-পশ্চিমাঞ্চলীয় লন্ডনের উইলসডেনে। সেখানকার একটি বাড়িতে অভিযান চলাকালে এক নারী গুলিবিদ্ধ হয়। এ অভিযানে আটক করা হয় মোট ছয়জনকে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, একটি সক্রিয় সন্ত্রাসবাদী হামলা নস্যাৎ করা হয়েছে। লন্ডন মেট্রোপলিটান পুলিশ জানায়, হামলার পরিকল্পনা নস্যাৎ করা হলেও সন্ত্রাসবিরোধী অভিযান ও তদন্ত অব্যাহত আছে। বৃহস্পতিবারের অভিযানের সঙ্গে পার্লামেন্টের কাছ থেকে এক ব্যক্তিকে ছুরিসহ আটকের ঘটনার সংশ্লিষ্টতা নেই। বৃহস্পতিবারকে লন্ডনের জন্য ‘অভূতপূর্ব’ দিন আখ্যায়িত করে পুলিশের উপ-সহকারী কমিশনার নেইল বাসু বলেন, ‘২৪ ঘণ্টায় ৭ সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতারের মাধ্যমে তারা সম্ভাব্য যে হুমকি হয়ে দাঁড়িয়েছিল তা আমরা ঠেকাতে পেরেছি বলে মনে করি।’ ব্রিটেনে সন্ত্রাসী হামলা ঠেকাতে বড় রকমের পুলিশি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে বলেও পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা ব্রিটেনের জনগণকে পুনরায় আশ্বস্ত করছি, পুলিশ ও গোয়েন্দা সংস্থা উভয় পর্যায়ে গত দুই বছরে সন্ত্রাসবাদ মোকাবিলায় আমাদের বর্ধিত তৎপরতা অব্যাহত আছে। বিবিসি।

সর্বশেষ খবর