শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যে এক যুগ ধরে মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ রাখলেও গত এক সপ্তাহেই চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে রাজ্যটির প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার চতুর্থ ব্যক্তি হিসেবে বিষাক্ত ইনজেকশনের মাধ্যমে ৩৮ বছর বয়সী কেনেথ উইলিয়ামসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার বিরুদ্ধে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যেও কারাগার থেকে পালিয়ে দুজনকে হত্যার প্রমাণ পাওয়া যায়। এর আগেও তিনি ১৯৯৮ সালে আরকানসাস বিশ্ববিদ্যালয়ে এক চিয়ারলিডারকে খুন করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। কেনেথ একজন বুদ্ধি-প্রতিবন্ধী হিসেবে তার আইনজীবীরা দাবি করে এলেও মার্কিন সুপ্রিম কোর্ট তাদের এসব দাবি খারিজ করে দেয়। চলতি মাসে মৃত্যুদণ্ড কার্যকরের বিষাক্ত ইনজেকশন মিডাজোলামের সরবরাহের মেয়াদ শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে ধারণা করা হচ্ছে। এর আগে, গত সোমবার রাতে একসঙ্গে দুই বন্দীর মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে বলে আরকানসাসের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন। ১৯৯০ এর দশকে জ্যাক জোনস ও মার্শেল উইলিয়ামস নামের এই দুজনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। লিডেল লি নামে আরেকজনের গত বৃহস্পতিবার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিবিসি।

সর্বশেষ খবর