রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ব্রাজিলে ধর্মঘটে ব্যাপক সহিংসতা

সরকারের পেনশন ব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে সর্বাত্মকভাবে পালিত হয়েছে ধর্মঘট। ২০ বছরের মধ্যে এই প্রথমবারের মতো শুক্রবার দেশটির শ্রমিক ইউনিয়নগুলোর ডাকে পালিত হয় এ ধর্মঘট। এতে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। ধর্মঘট চলাকালে ব্রাজিলের রিও ডি জেনেরিওর কেন্দ্রস্থলে বিভিন্ন যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় রাজপথ অবরোধ করে রাখা বিক্ষোভকারীরা বিভিন্ন দোকানপাট ভাঙচুর করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। পুলিশও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ছুড়ে। ও গ্লোব সংবাদপত্র জানায়, হরতাল চলাকালে আটটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। ব্রাজিলের বৃহত্তম নগরী সাও পাওলোতে তেমারের বেসরকারি বাসভবনের সামনে হাজার হাজার লোক বিক্ষোভ প্রদর্শন করে। এ সপ্তাহের গোড়ার দিকে পার্লামেন্টে এ ভোটাভুটিতে সুস্পষ্ট ব্যবধানে তার শ্রম সংস্কার আইন পাস হয়। ধর্মঘট ডাকায় এদিন অনেক লোক তাদের বাড়িতেই অবস্থান করে এবং দেশব্যাপী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও ব্যাংক বন্ধ থাকে। সরকারের প্রস্তাবিত অবসর ভাতা সুবিধার সংস্কারের প্রতিবাদ জানাতেই বিভিন্ন ইউনিয়নের পক্ষ থেকে এ ধর্মঘট আহ্বান করা হয়। প্রেসিডেন্ট মিশেল তেমার রিও’র ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করলেও তিনি জোর দিয়ে বলেছেন যে, দেশের আধুনিকায়নে তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন। বিবিসি।

সর্বশেষ খবর