শিরোনাম
রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

তুরস্কে উইকিপিডিয়ার ওপর নিষেধাজ্ঞা

অনলাইন এনসাইক্লোপেডিয়া উইকিপিডিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এক নির্দেশ দিয়েছে তুরস্ক। স্থানীয় সময় গতকাল থেকেই সাইটটির কোনো পেজে ঢুকতে পারেনি তুর্কিরা। এ নিষেধাজ্ঞার পেছনে কারণ কী তা স্পষ্ট নয়। তবে উইকিপিডিয়াতে দেশটিতে সম্প্রতি অনুষ্ঠিত গণভোটের বিষয়ে বিতর্কিত বর্ণনা আছে এক টুইটার ব্যবহারকারী জানিয়েছেন। তুরস্কের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্তৃপক্ষের বরাতে খবরে বলা হয়, সংশ্লিষ্ট আইনের কারিগরি ও আইনি দিক বিবেচনায় ওয়েবসাইটটির ব্যাপারে নিষেধজ্ঞা দেওয়া হয়েছে। তবে আদেশটি কার্যকর করতে হলে আদালতের সমর্থন লাগবে। বিবিসি।

সর্বশেষ খবর