শুক্রবার, ৫ মে, ২০১৭ ০০:০০ টা

উত্তেজনার মধ্যে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্রের

বিশ্বব্যাপী এখন চলছে যুদ্ধ যুদ্ধ উত্তেজনা। এর মধ্যে বিভিন্ন দেশ তার শক্তি জানান দিতে মাঝে মাঝেই ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। তাই তো এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফায় পরমাণু অস্ত্র বহনে সক্ষম মিনিটম্যান-৩ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমের পরীক্ষা চালাল। একই ধরনের ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া তৈরির চেষ্টা করছে এবং এ নিয়ে আমেরিকার সঙ্গে টানাপড়েন যখন তুঙ্গে তখন দ্বিতীয় দফা এ পরীক্ষা চালানো হলো। ক্যালিফোর্নিয়ার ভেন্ডেনবার্গ বিমানঘাঁটি থেকে এটি ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল আটলান্টিক মহাসাগরের মার্শাল দ্বীপের ওয়াজালেইন অ্যাটল। এটি ভেন্ডেনবার্গ বিমানঘাঁটি থেকে সাড়ে ছয় হাজার কিলোমিটার বা ৪ হাজার ২০০ মাইল দূরে অবস্থিত। পেন্টাগনের অস্ত্রভাণ্ডারে সাড়ে চারশ’ মিনিটম্যান ক্ষেপণাস্ত্র আছে। ভারত পরীক্ষা চালাল অগ্নি-২-এর : ভারত গতকাল পরমাণু অস্ত্রবাহী অগ্নি-২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। উড়িষ্যার উপকূল থেকে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়।

সর্বশেষ খবর