শুক্রবার, ৫ মে, ২০১৭ ০০:০০ টা
ফরাসি প্রেসিডেন্ট নির্বাচন

উত্তাপ ছড়াল দুই প্রার্থীর টিভি বিতর্ক

উত্তাপ ছড়াল দুই প্রার্থীর টিভি বিতর্ক

ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন তা জানা যাবে আর একদিন পরই। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফার ভোটের ফলাফলে কোনো প্রার্থীই কাঙ্ক্ষিত ভোট পাননি। ফলে ভোট গড়িয়েছে দ্বিতীয় দফায়। আর ওই ভোট অনুষ্ঠিত হবে আগামী রবিবার। প্রথম ভোটের ফলাফলে মধ্যপন্থি নেতা ইমানুয়েল ম্যাকরন এবং চরম-ডানপন্থি ন্যাশনাল ফ্রন্টের নেতা ম্যারিন লো পেন কাছাকাছি ভোট পেয়েছেন। দ্বিতীয় পর্বের নির্বাচনের আগে দুই প্রার্থীই টিভি বিতর্কে অংশ নেন। ১৬০ মিনিটের এই বিতর্কে দুপক্ষই একে অপরকে দোষারোপ করেছেন। ন্যাশনাল ফ্রন্টের (এফএন) প্রার্থী ম্যারিন লো পেনকে নির্লজ্জ বলে উল্লেখ করেছেন আরেক মধ্যপন্থি প্রেসিডেন্ট প্রার্থী ইমানুয়েল ম্যাকরন। তিনি বলেন, লো পেনের কৌশল আসলে মিথ্যায় পরিপূর্ণ। আর লো পেন তার প্রতিদ্বন্দ্বী ম্যাকরনকে ‘বর্বর বিশ্বায়নের প্রার্থী’ হিসেবে উল্লেখ করেন। ম্যাকরনও পরে লো পেনকে ‘ভয়ঙ্কর যাজক’ বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, লো পেন অনেক কথা বলেন কিন্তু কোনো প্রস্তাব করেন না। বিতর্কের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, পরিসংখ্যানের হিসাবে এখনো ম্যাকরনই এগিয়ে আছেন। তবে তার এগিয়ে থাকার ব্যবধান কমেছে। রবিবার নির্বাচনে দুজনেরই লক্ষ্য থাকবে অনিশ্চিত ১৮ শতাংশ ভোটারদের ওপর। এই প্রথমবারের মতো দেশটির মূলধারার রাজনৈতিক দল ফ্রেঞ্চ পার্টি থেকে কোনো প্রার্থী নেই।   ফ্রান্সের নির্বাচনী ব্যবস্থা অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে যদি কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট অর্জন করতে ব্যর্থ হন, তাহলে দ্বিতীয় পর্বের নির্বাচনে অংশ নেবেন শীর্ষ দুই প্রার্থী। প্রথম দফা নির্বাচনে ম্যাকরন পেয়েছেন ২৩.৯ ভাগ ভোট আর ম্যারি লো পেন পেয়েছেন ২১.৪ শতাংশ ভোট। উল্লেখ্য, এ দুই প্রার্থীই বয়সে অনেকটা তরুণ। ইমানুয়েল ম্যাকরনের বয়স ৩৯ আর ম্যারি লো পেনের বয়স ৪৮। এএফপি, বিবিসি

সর্বশেষ খবর