শুক্রবার, ৫ মে, ২০১৭ ০০:০০ টা
সেনা হত্যার জের

পাকিস্তানকে কড়া জবাবের আভাস ভারতীয় সেনাপ্রধানের

ভারতের দুই সেনা সদস্যকে গলাকেটে হত্যার ঘটনায় পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার আভাস দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। গতকাল এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে এ আভাস দিয়েছেন তিনি।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণ ঘাঁটি সেক্টরে ঢুকে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনী বর্ডার অ্যাকশন টিম (বিএটি) বিএসএফের দুই সদস্যকে গলাকেটে হত্যা করে। বিএটির অনুপ্রবেশকারীরা এমনকি তাদের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলেছে বলেও অভিযোগ উঠেছে। তবে পাকিস্তান এমন বর্বর কর্মকাণ্ড অস্বীকার করে আসছে। দুই সেনা সদস্যের নির্মম হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁঁসছে গোটা ভারত। এ হত্যাকাণ্ডের জবাব দেওয়া হবে কিনা এ প্রসঙ্গে ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘যখন এ ধরনের ঘটনা ঘটে তখন আমরাও প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করি।’ তবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এ ব্যাপারে আগেভাগে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। সময় হলেই সব শেয়ার করা হবে বলেও সেনাপ্রধান জেনারেল রাওয়াত জানিয়েছেন। তার ভাষায়, ‘আমরা আগেভাগে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলি না। পরিকল্পনা বাস্তবায়নের পরই আমরা বিস্তারিত শেয়ার করি।’ ডন অনলাইন

সর্বশেষ খবর