শুক্রবার, ৫ মে, ২০১৭ ০০:০০ টা

কাবুলে ফিরেছেন ‘যুদ্ধবাজ’ হেকমতিয়ার

আফগানিস্তানের সাবেক প্রধানমন্ত্রী গুলবুদ্দিন হেকমতিয়ার গতকাল দেশটির রাজধানী কাবুলে ফিরেছেন। দেশটির সরকারের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের আট মাস পর তিনি শহরটিতে ফিরলেন। কড়া নিরাপত্তায় দেশটির পূর্বাঞ্চলীয় নানগরহর প্রদেশের রাজধানী জালালাবাদ থেকে তিনি সেখানে ফিরেন। হেকমতিয়ার একজন ‘যুদ্ধবাজ’ নেতা হিসেবে পরিচিত। শান্তিচুক্তিতে হেকমতিয়ার দেশটির সংবিধান মেনে চলা ও সহিংসতা বর্জন করে শান্তির পথে ফিরে আসবেন বলে প্রতিশ্রুতি দেন। বিনিময়ে সরকার তাকে রাজধানীতে ফেরার অনুমতি দেয়। কেউ কেউ এ চুক্তিকে আফগানিস্তানের শান্তির জন্য বড় অগ্রগতি হিসেবে দেখলেও কারও কারও মতে, এর ফলে সরকারে বিভক্তি আরও বাড়বে।  গতকালই আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে সাক্ষাতের কথা হেকমতিয়ারের। ‘হেজব-ই-ইসলামী’ নামে একটি সশস্ত্র সংগঠনের নেতৃত্বে আছেন তিনি। যুদ্ধবাজ হেকমতিয়ারের বিরুদ্ধে অসংখ্য সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে। দেশটির আধুনিক ইতিহাসে সবচেয়ে বিতর্কিত ব্যক্তিদের একজনও তিনি। ১৯৯৬ সালে তালেবানরা তখনকার প্রধানমন্ত্রী হেকমতিয়ারকে জোর করে কাবুল থেকে বিতাড়িত করে। বিবিসি।

সর্বশেষ খবর