শনিবার, ৬ মে, ২০১৭ ০০:০০ টা

চার বদমাশের মৃত্যুদণ্ডাদেশ বহাল ভারতের শীর্ষ আদালতে

কলকাতা প্রতিনিধি

চার বদমাশের মৃত্যুদণ্ডাদেশ বহাল ভারতের শীর্ষ আদালতে

শুধু ভারত নয়, গোটা বিশ্বকে নাড়া দিয়েছিল নির্ভয়া গণধর্ষণের ঘটনা। ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে ছয় দুর্বৃত্তের হাতে গণধর্ষণের শিকার হন ২৩ বছরের প্যারামেডিকেল ছাত্রী জ্যোতি সিং (যদিও প্রাথমিক অবস্থায় তার নাম গোপন রেখে ‘নির্ভয়া’ নামই ব্যবহার করা হয় গণমাধ্যমগুলোতে)। এ ঘটনার এক মামলায় দেশটির এক নিম্ন আদালত এক রায়ে চার দোষীর মৃত্যুদণ্ড দিয়েছিল। ভারতের সুপ্রিম কোর্টও গতকাল সেই রায় বহাল রেখেছে। দণ্ডপ্রাপ্তরা হলেন— মুকেশ শিং (২৭), পবন গুপ্তা (২০), বিনয় শর্মা (২১) ও অক্ষয় ঠাকুর (২৯)। এ ঘটনায় পঞ্চম ও অন্যতম অভিযুক্ত বাসচালক রাম সিং শুনানি চলাকালীনই তিহার জেলে বন্দী অবস্থায় আত্মহত্যা করে এবং ষষ্ঠ অভিযুক্ত বিনয় কুমার দোষী সাব্যস্ত হলেও অপরাধের সময় নাবালক থাকায় তিন বছরের কারাদণ্ডের সাজা দেয় নাবালক বিচার পর্ষদ (জুভেনাইল জাস্টিস বোর্ড)। ২০১৫ সালের নভেম্বরে জেল থেকে মুক্তি পায় বিনয় কুমার।গতকাল দুপুরে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্র, আর ভানুমতী ও অশোক ভূষণের বেঞ্চ এ রায় শোনান। শীর্ষ আদালতের তরফে এই গণধর্ষণের ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে আখ্যায়িত করে বলে এ ঘটনা অত্যন্ত নৃশংস ও বর্বর ঘটনা। শীর্ষ আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নির্ভয়ার বাবা ও মা। তার মা জানান, ‘এটা শুধু আমাদের পরিবারের জয় নয়, এটা প্রত্যেকটি পরিবারের জয়। তবে রায় ঘোষণায় একটু বেশি সময় লাগায় অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।’ উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে বাসে ধর্ষণ ও পৈশাচিক অত্যাচারের শিকার হয় নির্ভয়া। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়। ১৩ দিন লড়াইয়ের পর সেখানে মৃত্যু হয় তার। 

সর্বশেষ খবর