শিরোনাম
শনিবার, ৬ মে, ২০১৭ ০০:০০ টা

উত্তর কোরীয় নেতা কিমকে হত্যার পরিকল্পনায় সিআইএ!

উত্তর কোরীয় নেতা কিমকে হত্যার পরিকল্পনায় সিআইএ!

মার্কিন গোয়েন্দা সংস্থা-সিআইএ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে বিষাক্ত রাসায়নিক প্রয়োগে হত্যার পরিকল্পনা করেছে। এ অভিযোগ করেছে পিয়ংইয়ং। সিআইএকে এ কাজে সহায়তা করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা আইএস (ইন্টেলিজেন্স সার্ভিস)। আর এ কাজ করতে গোয়েন্দারা উত্তর কোরিয়ার এক নাগরিককে ভাড়া নিয়েছিল। তার নাম কিম। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয় বলেছে, সিআইএ এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা মিলে এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল। পিয়ংইয়ংয়ে কোনো প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় কিম জং উনকে তারা হত্যার পরিকল্পনা করছিল। এমনকি গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত উত্তর কোরিয়ার সামরিক কুচকাওয়াজেও এ হত্যাকাণ্ড বাস্তবায়নের পরিকল্পনা ছিল! উত্তর কোরিয়া এই অভিযোগ এমন সময় করল যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বাকযুদ্ধ পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, সিআইএ তেজস্ক্রিয় জৈব রাসায়নিক পদার্থ বা বিষ ব্যবহার করে কিম জং উনকে হত্যার ষড়যন্ত্র করে। এজন্য তারা ‘কিম’ নামের এক উত্তর কোরীয় নাগরিককে ঘুষ দিয়ে এ কাজে ভাড়া করে। কেসিএনএর এক হাজার ৮০০ শব্দের এ প্রতিবেদন গতকাল প্রকাশিত হয়। হত্যা পরিকল্পনাটি সম্প্রতি উদঘাটিত হয়েছে এবং তা নস্যাৎ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। কেসিএনএর প্রতিবেদনে দাবি করা হয়, উত্তর কোরিয়ার একজন নাগরিকও এ পরিকল্পনার সঙ্গে জড়িত ছিল। এ ক্ষেত্রে তেজস্ক্রিয় ও বিষাক্ত ন্যানো রাসায়নিকসহ জৈব রাসায়নিক উপাদান ব্যবহারের পরিকল্পনা ছিল। হত্যাকাণ্ড সংঘটনের লক্ষ্যে প্রয়োজনীয় অর্থ ও অস্ত্র জোগান দিতে সিআইএ ও আইএসের গোয়েন্দারা উত্তর কোরিয়ার ওই নাগরিকের সঙ্গে মিলে কাজ করছিল।  তবে উত্তর কোরিয়ার এ দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ দেশটি এর আগেও এ ধরনের দাবি করেছিল। এসব দাবি পরে ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছিল। সিএনএন, বিবিসি।

সর্বশেষ খবর