শনিবার, ৬ মে, ২০১৭ ০০:০০ টা
অন্য খবর

ইঁদুরে খেয়েছে ৯ লাখ লিটার মদ

ইঁদুরে খেয়েছে ৯ লাখ লিটার মদ

ভারতের বিহারে গত বছর এপ্রিল মাস থেকে মদ কেনা-বেচা ও পান করা নিষিদ্ধ। রাজ্য সরকারের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা জারি হওয়ার পর রাজ্যে তল্লাশি চালিয়ে লাখো লিটার মদ জব্দ করা হয়। সেগুলো পরে বিভিন্ন থানার মালখানায় রাখা হয়। সে সময়ে উদ্ধার হওয়া মদের পরিমাণ ৫.১১ লাখ লিটার ভারতে তৈরি বিদেশি ব্রান্ডের মদ, প্রায় তিন লাখ লিটার দেশি মদ আর ১২ হাজার বিয়ারের বোতল।

কর্তৃপক্ষ উদ্ধার করা ওই সব মদের খোঁজ করতেই সংশ্লিষ্ট পুলিশরা বলছেন, বোতলের ছিপি নষ্ট করে ভিতরের মদ খেয়ে নিয়েছে ইঁদুরের দল, আর কিছু বোতল ভেঙে গেছে। কিন্তু বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের দেওয়া এ তথ্য অবিশ্বাস্য লেগেছে শীর্ষ কর্মকর্তাদের। তারা বলছেন, পুলিশ কর্তাদের কথা যদি সত্যি হয়, তাহলে রাজ্যের ইঁদুরদের এখন আর সুস্থ থাকার কথা নয়। এমনকি তাদের চলাফেরারও ক্ষমতা থাকার কথা নয়! তবে বাজেয়াপ্ত হওয়া বিপুল পরিমাণ মদের বোতল ব্ল্যাক-মার্কেটে চলে গেছে, না-কি সত্যিই ইঁদুরে খেয়েছে, এরইমধ্যে তার তদন্ত শুরু হয়েছে। বিবিসি।

সর্বশেষ খবর