রবিবার, ৭ মে, ২০১৭ ০০:০০ টা

সৌদির সঙ্গে হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তি করছে যুক্তরাষ্ট্র

সৌদির সঙ্গে হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তি করছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বামে ও সৌদি প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন সালমান

সৌদি আরবের কাছে এক হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আসন্ন সৌদি আরব সফরে এ সংক্রান্ত কয়েকটি চুক্তি করতে যাচ্ছেন বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। সৌদি আরবের সামরিক উপকরণের প্রধান সরবরাহকারী হচ্ছে যুক্তরাষ্ট্র। এফ-ফিফটিন যুদ্ধবিমান থেকে শুরু করে সেনাবাহিনীতে ব্যবহৃত কমান্ড ও কন্ট্রোল সিস্টেমও যুক্তরাষ্ট্র থেকে আসে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তির কারণে সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কিছুটা টানাপড়েন চলছিল। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রথম বিদেশ সফরে চলতি মাসেই সৌদি আরব যাচ্ছেন। দেশটির সঙ্গে নতুন প্রেসিডেন্ট হিসেবে সম্পর্ক ত্বরান্বিত করে নেওয়াটাই তার উদ্দেশ্য।

সর্বশেষ খবর