বুধবার, ১০ মে, ২০১৭ ০০:০০ টা

আফগানিস্তানে আরও ৩ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে আফগানিস্তানে আরও তিন হাজার সেনা পাঠানোর কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। জঙ্গি এ গোষ্ঠীটির বিরুদ্ধে লড়াইয়ে বিদ্যমান অচলাবস্থা কাটাতে মার্কিন সেনাবাহিনী ও পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনের কাছে এক প্রস্তাবে এমন সুপারিশ করা হয়েছে। ২০১৪ সালে আফগানিস্তানে তালেবানবিরোধী যুক্তরাষ্ট্রের সক্রিয় লড়াইয়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। তবে মার্কিন বিশেষ বাহিনীর সদস্যরা আফগান সেনাদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। আফগানিস্তানে বর্তমানে ১৩ হাজার ন্যাটো সেনাসদস্য অবস্থান করছে। এর মধ্যে মার্কিন সেনার সংখ্যা আট হাজার ৪০০। গত ফেব্রুয়ারিতে আফগানিস্তানে মার্কিন সেনা কমান্ডার জেনারেল জন নিকলসন এক সিনেট কমিটিকে জানিয়েছিলেন, তালেবানবিরোধী লড়াইয়ে কয়েক হাজার সেনাসদস্যের ঘাটতি আছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবনাটি অনুমোদন করেননি বলে নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানিয়েছেন। বিবিসি।

সর্বশেষ খবর