বুধবার, ১০ মে, ২০১৭ ০০:০০ টা

ইরান উচ্চগতির ‘টর্পেডোর’ পরীক্ষা চালিয়েছে

ইরান উচ্চগতির একটি ‘হুট টর্পেডো’র পরীক্ষামূলক উেক্ষপণ করেছে বলে দাবি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের। হরমুজ প্রণালিতে সম্প্রতি এর পরীক্ষা চালানো হয় বলে দাবি করা হয়। পেন্টাগনের কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসি ও ফক্স নিউজ এ কথা জানিয়েছে। তবে ইরানের পক্ষ থেকে পরীক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়নি। ২০১৫ সালের ফেব্রুয়ারির পর ইরান প্রথম পানির নিচে ব্যবহারের কোনো অস্ত্রের পরীক্ষা চালাল। পেন্টাগন পরীক্ষার বিষয়টি দাবি করলেও এটি সফল হয়েছে কিনা এ ব্যাপারে কোনো তথ্য দেয়নি। উল্লেখ্য, ‘হুট টর্পেডো’টি রাশিয়ার একটি ভিন্নধর্মী প্রযুক্তির ভিত্তিতে তৈরি করা হয়েছে মনে করা হচ্ছে। তবে দেশটি এ ধরনের প্রযুক্তি তেহরানের কাছে বিক্রির কথা অস্বীকার করেছে। রাশিয়া টুডে।

সর্বশেষ খবর