বুধবার, ১০ মে, ২০১৭ ০০:০০ টা
অন্য খবর

আইনস্টাইন-হকিংকে হারিয়ে দিল ১২ বছরের কিশোরী

আইনস্টাইন-হকিংকে হারিয়ে দিল ১২ বছরের কিশোরী

১২ বছরের কিশোরী। কিন্তু বুদ্ধিমত্তায় সে পেছনে ফেলেছে অ্যালবার্ট আইনস্টাইন ও স্টিফেন হকিংয়ের মতো বিশ্বখ্যাত বিজ্ঞানীদের। নাম তার রাজগৌরি পাওয়ার। ভারতীয় বংশোদ্ভূত এই কিশোরী ব্রিটেনের মেনসা আইকিউ টেস্টে  পেয়েছেন ১৬২ পয়েন্ট, যা আইনস্টাইন-হকিংয়ের আইকিউয়ের চেয়েও দুই পয়েন্ট বেশি। গত মাসে ব্রিটেনের ম্যানচেস্টার থেকে মেনসা বুদ্ধিমত্তার পরীক্ষায় অংশ নেয় রাজগৌরি। সারা বিশ্ব থেকে ২০ হাজার প্রতিযোগী অংশ নিয়েছিল এই পরীক্ষায়। মেধার বিচারে সবাইকে টপকে শীর্ষস্থান পেয়েছে রাজগৌরি। নিয়ম অনুযায়ী পরীক্ষায় কোনো প্রতিযোগী ১৪০ পেলেই সে ‘জিনিয়াস’। ১৬২ পেয়ে রাজগৌরি অনায়াসেই সে মানদণ্ড পেরিয়ে যায়। এখন সে মেনসা আইকিউ সোসাইটির সদস্য হতে পারবে। পরীক্ষার পর রাজগৌরি জানায়, সে নার্ভাস হয়ে গিয়েছিল। এ প্রসঙ্গে বলেন, ‘আমি শুরুতে কিছুটা নার্ভাস ছিলাম। এটি চমৎকার একটি পরীক্ষা। খুবই খুশি  যে পরীক্ষায় বেশ ভালো করতে পেরেছি।’ রাজগৌরি থাকে ব্রিটেনের চেশায়ার কাউন্টিতে। সেখানকার অ্যালট্রিনচাম গ্রামার স্কুলের ছাত্রী রাজগৌরি ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়তে আগ্রহী। তবে পদার্থবিদ্যা, মহাকাশবিদ্যা ও পরিবেশ বিষয়েও আগ্রহ রয়েছে তার। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর