বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭ ০০:০০ টা

খাদ্য সংকট যুদ্ধ ডেকে আনবে: ওবামা

খাদ্য সংকট যুদ্ধ ডেকে আনবে: ওবামা

জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবিলা ও খাদ্যের প্রাপ্যতা নিশ্চিতে যুক্তরাষ্ট্রকে নেতৃত্বের ভূমিকা নিতে হবে, অন্যথায় খাদ্য সংকট বিশ্বে ভয়াবহ যুদ্ধের সৃষ্টি করবে। ইতালির মিলানে ‘সিডস অ্যান্ড চিপস-গ্লোবাল ফুড ইনোভেশন সামিটে দেওয়া ভাষণে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ কথা বলেছেন। তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্য উৎপাদন থেকে বিতরণ পর্যন্ত আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এবারের সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০০ এর বেশি বক্তা অংশ নিয়েছেন। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে ওবামা খাদ্য সংকট, সমস্যা, পরিণতি ও সমাধানের উপায় নিয়ে কথা বলার পাশাপাশি খাদ্য উৎপাদনের ক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক নির্দেশনার পথেই এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ানোর পর বিদেশে প্রথম ভাষণে ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবসায়ীরা একটি বিষয়ে একমত যে, মানুষের ভবিষ্যৎ এই পরিচ্ছন্ন জ্বালানিতেই নিহিত রয়েছে।  নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওবামা প্রশাসনের জলবায়ু নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে শুরু করেছে। যে কারণে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করা প্যারিস চুক্তি হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে ওবামা বলেন, প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিতে গিয়ে ট্রাম্প প্রশাসনকে অভ্যন্তরীণ কোন্দলের মধ্যে পড়তে হচ্ছে। মিলানের খাদ্য উদ্ভাবন সম্মেলনে এসব চ্যালেঞ্জের নানা দিক তুলে ধরে সমাধান খোঁজার চেষ্টা করা হবে। সিএনএন।

সর্বশেষ খবর